সনেট বুড়ির জন্য

তার চোখ গভীর দীঘির মত, কালো,
হিমালয়ের শিখর হতে নেমে আসা
নদীর মত সে,হৃদয়ের ভালোবাসা-
তুষার পর্বত ঝলসিয়ে দেয়া আলো।
মিথিক দেবীর মত মন্দ আর ভালো;
এখনই রুদ্র মুর্তি,মুখে অগ্নি ভাষা-
তখনই চঞ্চলা, লুটিয়ে পড়ে হাসা।
ভালোবাসাই তার অন্ধকারের আলো।

লোহা যুগ পার হয়ে আধুনিকতায়
কেন এই নারী মিথিক?কেন অনন্য?
নতুন-পুরাতন, আধুনিক ও বন্য?
বলি দেয়া যায় জীবন তার দুপায়।
লবন-চিনি-ঝাল,তবুও সে যে মিষ্টি,
তপ্ত গ্রীষ্মের দিনে সে ঝুমঝুম বৃষ্টি।

No comments: