আইখ্যা পার্ট ২

আইখ্যা নতুন ফ্লাটে উঠছে। ওর দোস্ত দূরের পাখি আইছে দেখতে রকম-সকম কি। এসে দেখে ফ্লাট হাবা ভন্ডুলের পাশে।
-এত জায়গা থাকতে তুই হাবা ভন্ডুলের পাশে উঠছোস ক্যান?
-সময়ে বুঝবি দোস্ত।
দূরের পাখি ঘুরে ঘুরে দেখে ফ্লাট। একটা জিনিস দেখে খুব অবাক হয়। আইখ্যার বেড রুমে একটা বড় ঘন্টা আর একটা হাতুড়ি রাখা। দূরের পাখি জিগায়-
-কিরে ঘন্টা কিসের জন্য?
-এইটা একটা unorthodox ঘড়ি।
-ঘড়ি??? দেখে ত ঘন্টা মনে হয়।
-দেখাচ্ছি। তোর ঘড়িতে এখন কয়টা বাজে?
-পৌনে তিনটা
-Ok
Watch and see বলে আইখ্যা হাতুড়ি দিয়ে ঘন্টায় দিছে বাড়ি। পুরা পাড়া কেপে উঠছে। সাথে সাথে হাবা ভন্ডুলের ফ্লাটের জানালা খুলে গেছে। “ ছাগু পৌনে তিনটা বাজে তুই আবার আবালের কাম শুরু করছোস।

No comments: