সনেট- নষ্ট

আমি হলদেটে আকাশের স্বপ্ন দেখি
একাকী বট, সবুজ লম্বা ঘাস; মাঠ;
সারি সারি মেঘশিরীষ, সোনালী পাখি,
বাশির সুর, বৃষ্টি ও কাদা মাখা হাট।

আমি হয়ত বা তোমাকেও স্বপ্নে দেখি
সাদা টেবিল, বড় আয়না, ছোট খাট,
কালো চুল, কানের দুল। মর্মর দাত,
রঙ্গিন মশারী বা তোমার সাদা হাত।

আমি হয়ত তোমাকে চুমো দিতে পারি
বা চিরুনী দিয়ে আচড়িয়ে দিব চুল,
কর্কশ গলায় গান গাইতে পারি
দরজায় দাঁড়িয়ে থাকব নিয়ে ফুল।
আমি তোমায় সুখ দিতে পারি, বা কষ্ট,
কিছু তৈরী করতে পারি অথবা নষ্ট।

No comments: