কৌতুক-১

এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করে।
বাবা alternative মানে কি?
বাবা বই পড়ছেন।তিনি বড় অধ্যাপক। বই থেকে মুখ তুলে বললেন
- কেন জানতে চাচ্ছো?
-বাবা বইয়ে পড়ছি ত, তাই।
বাবা একটু চিন্তা করে বললেন ,দাড়াও তোমাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি।
মনে করো তুমি বাজারে গেছো। সেখানে মুরগীর ডিম আর হাসের ডিম দুইটাই পাওয়া যায়। তুমি সেখান থেকে একটা মুরগির ডিম কিনে এনেছো।
-তুমি ত ডিম কেনার কথা বলছো। alternative কি সেটা বলো।
- সেটাই ত বলছি। আরেকটু বললেই তুমি বুঝতে পারবে একদম পরিষ্কার। যা বলছিলাম, তুমি এই ডিম থেকে একটা ছোটো মুরগীর বাচ্চা বের করলে। এরপর একদিন বাচ্চা বড় হল। বড় হয়ে সেটা ডিম পাড়ল। সে ডিম থেকে আরো বাচ্চা হলো ।
-alternative মানে কি তুমি সেটা বলো আগে।
-এই ত বলছি। সে বাচ্চা গুলো আবার বড় হল। এইভাবে চলতে চলতে এক সময় তুমি একটা মুরগীর খামারের মালিক হয়ে গেলে। একদিন যে নদীর পাশে তোমার খামার সে নদীতে খুব বন্যা হলো। আর মুরগীগুলা সাতার জানে না। যদি তুমি হাস পালতে তবে সেগুলো সাতার কেটে বেচে যেতে পারত। তোমার সবকয়টা মুরগী সাতার না জানায় ডুবে মরে গেল। তুমি একেবারে পথের ফকির হয়ে গেলে।
-কিন্তু বাবা alternative টা কি?
-এতক্ষনেও বুঝলে না? alternative হল হাসের ডিম।

No comments: